মনপুরা (ভোলা) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ ই জুন ২০২০ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহন করে ভোলার মনপুরা উপকূলের মেয়ে নুরজাহান রুজিনা ৯৮ তম হওয়ায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন।
অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী নুরজাহান রুজিনা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মৃত সাইদুল হক ও মাতা ফাতেমা খাতুনের মেয়ে। ৮ ভাই-বোনের মধ্যে নুরজাহান রুজিনা ৬ষ্ঠ। তিনি ২০১৯ সালে ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মার্স্টাস করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ ই জুন ২০২০ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। কুইজ প্রতিযোগিতায় ১ লক্ষ ৯ হাজার ৯ শত ২৯ জন নিবন্ধিত প্রতিযোগির মধ্যে ৪৬ হাজার ৬ শত ৭৫ জন প্রতিযোগি অংশগ্রহন করে। এরমধ্যে প্রথম একশত জনকে পুরুস্কারের জন্য মনোনীত করা হয়। এতে বিজয়ীদের প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ প্রদান করা হবে ও নগদ অর্থ প্রদান করা হবে। গত ৭ই জুন অনলাইনে পরীক্ষা কুইজ প্রতিযোগিতা হয়, পরে ২৫ জুলাই অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। মুজিববর্ষের ওয়েবসাইট (য়ঁরু.সঁলরন১০০.মড়া.নফ) থেকে এই তথ্য জানা যায়।