হোম রাজনীতি ‘বঙ্গবন্ধুর খু‌নি‌দের ফাঁসি কার্যকর দেখাই জীবনের শেষ ইচ্ছে’

রাজনীতি ডেস্ক:

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসা‌মি‌দের দে‌শে ফি‌রি‌য়ে এনে ফাঁসির রায় কার্যকর করা দে‌খে যাওয়াই জীবনের শেষ ইচ্ছে বলে জানালেন এ মামলার তদন্ত কর্মকর্তা বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল কাহার আকন্দ।

শ‌নিবার (১২ আগস্ট) বি‌কে‌লে কি‌শোরগঞ্জে ক‌টিয়াদী‌র মশুয়া জ‌মিদার বা‌ড়ি মা‌ঠে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তি‌নি বক্নতব্য দেন। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, আওয়ামী লীগ নেতা এ জেড গোলাম রশীদ পিন্টু।

পু‌লি‌শের সা‌বেক এ কর্মকর্তা তার বক্তব্যে ব‌লেন, ‘জা‌তির জনকের খু‌নি‌দের ক‌য়েক জ‌নের ফাঁসি কার্যকর হ‌য়ে‌ছে। দে‌শের বাইরে থাকা খু‌নি‌দের ফি‌রি‌য়ে আনার চেষ্টা চল‌ছে। আশা ক‌রি, জী‌বিত থাকাকালীন তা‌দের ফাঁসি কার্যকর হয়েছে দে‌খে মর‌তে পার‌বো।’

সভায় অন্যান্যের মধ্যে বু‌রো‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দ (ইউপি) চেয়ারম‌্যান মোস্তফা কামাল আকন্দ ও মু‌ক্তি‌যোদ্ধা মো. হা‌রিছ মিয়া ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতাক‌র্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত‌্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আব্দুল কাহার আকন্দ কিরশারগঞ্জ-২ আসন থে‌কে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত‌্যা‌শী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন