হোম অন্যান্যসারাদেশ বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :

বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানের ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো গাড়ীতে নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় তারা।

ভুক্তভোগী পৌর কর্মচারীরা সাংবাদিকদের জানান, দীর্ঘ দুই মাস ধরে তারা কোন বকেয়া বেতন পাচ্ছেন না। এর ফলে তারা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। সামান্য বেতনে তারা সেখানে চাকরি করেন। পৌর পরিচ্ছন্ন কর্মীরা গত দুই মাস এবং পানি সরবরাহ শাখার কর্মচারীরা দীর্ঘ ৭ মাস যাবত কোন বেতন পান না।

তারা এ সময় আক্ষেপ করে বলেন, দ্রব্য মূল্যের এই উদ্ধগতির বাজারে তারা যদি কোন বেতন না পান তাহলে তারা কিভাবে চলবেন ?
ভুক্তভোগীরা আরো জানান, বর্তমানে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি পৌরসভার কোন দায়ীত্ব পালন করছেন না। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তারা এ সময় তাদের বেতন না পাওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন।

অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য গণেশ, তরিকুলসহ অন্যান্যরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন