যশোর অফিস :
যশোরের বকচর এলাকায় একটি টায়ারের দোকানে দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে চোরেরা ৫৬টি নতুন টায়ারা চুরি করে নিয়ে গেছে। এসময় দোকানের ক্যাশ বক্স থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকাও নিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক নুরুল আমিন।
অভিযোগে জানা গেছে, দোকান মালিক শনিবার রাতে বকচর নয়ন চৌধুরী বাড়ির মার্কেটের মেসার্স কর্ণফুলি মটরস দোকানটি বন্ধ করে বাড়ি যান। রোববার সকালে দোকানে এসে দেখেন দোকানের শার্টারের তালা ভেঙ্গে বিভিন্ন কোম্পনির ৫৬টি নতুন টায়ার চুরি হয়ে গেছে। এরমধ্যে মেলিবার কোম্পানির ২৮টি, কন্টিলেন্টাল ১৪ টি, কাইজেন ১৩টি এবং কয়োটো কোম্পানির একটি টায়ার নেই। এসময় ক্যাশ বক্স ভাঙ্গা দেখতে পান। ক্যাশ বক্সে থাকা ১২ হাজার ৫০০ টাকাও নিয়ে গেছে। এ ব্যাপারে দোকানের মালিক নুরুল আমিন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে। এছাড়া সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।