হোম ঢাকা বইমেলার আঁচ পড়েছে টিএসসি-শাহবাগে, তীব্র যানজট

বইমেলার আঁচ পড়েছে টিএসসি-শাহবাগে, তীব্র যানজট

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

অনলাইন ডেস্ক:

ছুটির দিনে বাঙালির প্রাণের বইমেলায় লোকেলোকারণ্য। আর তারই আঁচ পড়েছে রাজধানীর শাহবাগ ও টিএসসির রাস্তায়। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা ও এর আশপাশের এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকে হেঁটে মেলার দিকে রওনা দিয়েছেন। এতে ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে নেমেছে মানুষের ঢল। সড়কে মানুষ, রিকশা, গাড়ির সমানতালে জট বেঁধে আছে।

ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, একের পর এক গাড়ি ও রিকশার চাপ বাড়তে থাকায় বইমেলার আশপাশের এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। টিএসসি এলাকায় অবৈধ পার্কিং ও ছুটির দিনে টিএসসির বাইরের গাছ কাটাকে কেন্দ্র করে জট আরও বেড়েছে। চাপ সামলাতে এক রকম হিমশিম খেতে হচ্ছে তাদের।

রাত পর্যন্ত এ যানজট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান পুলিশ সদস্যরা।

তবে অনেকে মনে করছেন, বইমেলার কারণে টিএসসির রাজু ভাস্কর্য থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় এই যানজট আরও তীব্র হয়েছে।

বইমেলার এক দর্শনার্থী সামিউল বলেন, শাহবাগ থেকে হেঁটে এতদূর এসেছি। পহেলা বৈশাখের দিন যেমন ভিড় হয় আজ তার চেয়েও বেশি ভিড় হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন