হোম জাতীয় ফয়েস লেকের ১০০ কোটি টাকার জায়গা দখলমুক্ত

জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে ফয়েস লেকের পাহাড়ি এলাকায় প্রায় ১০০ কোটি টাকার জায়গা দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আকবর শাহ থানার ফয়েস লেকের বেলতলীঘোনা এলাকায় পাহাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গুঁড়িয়ে দেয়া হয় কাঁচা-পাকা ৫ শতাধিক অবৈধ স্থাপনা। স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীদের ছত্রছায়ায় স্বল্প ও নিম্নআয়ের মানুষ অবৈধভাবে এসব পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল।

অভিযানে বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রথম দিনের অভিযানে ফয়েস লেক সংলগ্ন লট-৯ পাহাড়তলী মৌজার ৮ একর পাহাড়ি জায়গা থেকে প্রায় ৫০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর জায়গা যাতে পুনরায় বেদখল না হয়; সেজন্য পিলার ও কাঁটাতারের বেষ্টনী স্থাপনা করা হয়েছে। সেই সঙ্গে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শতাধিক সদস্য, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, পিডিবির টিম, কর্ণফুলী গ্যাস প্রতিনিধি, ওয়াসা প্রতিনিধি এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন