হোম ফিচার ফ্লোরিডার হোটেলে মিলল তারকার মরদেহ

বিনোদন ডেস্ক :

হলিউড শোবিজ জগতের নেমেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন কমেডিয়ান, সবার প্রিয় ফুল হাউস স্টার বব সাগেত। লাখো মানুষের মনে যার জায়গা, সেই সেলেবের প্রতিটা কাজই এক কথায় সুপারহিট, আচমকাই তার মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রীতিমতো ভেঙে পড়েছে ভক্তমহল।

বিনোদন জগতে এখন শোকের ছায়া নেমেছে। হলিউডে বব সাগেতের বিপুল ফ্যান ফলোয়ার রয়েছে। রোববার (৯ জানুয়ারি) ফ্লোরিডার এক হোলেটে মেলে তার মরদেহ। দেখা মাত্রই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে।

হলিউড সংবাদমাধ্যম থেকে জানা যায়, অবচেতন হয়ে থাকা ব্যক্তিটির কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনায় কোনো ধরনের মদপান বা মাদকের সংযোগ নেই বলেই জানা যায়। খবর সিএনএন।

এই খবরের পরই বিশ্বজুড়ে একের পর এক পোস্ট ভরতে থাকে নেট দুনিয়ার পাতায়। প্রত্যেকেই তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করে জানান, যে তাকে ঠিক কতটা ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে রেখেছিল ভক্তমহল।

মাত্র ৬৫ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন বব। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন ফুল হাউসের হার্ট। তিনি মোট আটটি সিজন চালিয়ে ছিলেন।

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি জনপ্রিয় টিভি শো ফুল হাউসের মধ্যে দিয়ে হয়ে উঠেছিলেন ব্লকবাস্টার। তার তিন কন্যাসন্তান রয়েছে। এ ছাড়াও আমেরিকার জনপ্রিয় রম্য হোম ভিডিওর হোস্ট ছিলেন তিনি।

তার পরিবার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়, ‘তিনি ছিলেন পরিবারের প্রাণকেন্দ্র, তিনি নেই এ যেন বিশ্বাসই হয় না। প্রিয় বব সাগেত আর নেই। ’

এই সময়টা একটু একা থাকতে চায় পরিব। ব্যক্তিগত বিষয় ও প্রসঙ্গ থেকে চাই খানিক বিরতি, এই ধাক্কা সামলে ওঠার জন্য। তবে গোটা বিশ্বের ভালোবাসা ও তার কাজ দিয়েই বব তার পরিবারের কাছে অমর হয়ে থাকবে বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন