হোম খেলাধুলা ফ্লেচার-মেহেদী ঝড়ে প্লে অফে খুলনা

খেলাধূলা ডেস্ক :

মিরপুরে রীতিমতো ঝড় তুলে কুমিল্লার বিপক্ষে ৯ উইকেটে বড় জয় নিয়ে খুলনার প্লে অফ নিশ্চিত করেছে আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসান। ফলে আসর থেকে ছিটকে গেছে তিন পান্ডবের মিনিস্টার ঢাকা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্লেচারের ১০১ ও মেহেদীর ৭৪ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৪ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

মিরপুরে এদিন কোনো পাত্তাই পাননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। প্লে অফ নিশ্চিতকরণে এই ম্যাচের জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। বড় লক্ষ্যে তাড়া করতে এদিন তাই আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ওপেনিংয়ে নামেন শেখ মেহেদী হাসান। বাঁচা-মরার লড়াইয়ে ইনিংসের শুরু থেকে ব্যাট হাতে ঝড় তুলেন এই দুই ব্যাটার।

শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মিরপুরে চার-ছক্কার ঝড় থামান এই দুই ব্যাটার। মেহেদী অবশ্য দলীয় ১৮২ রানে মঈনের শিকার হয়ে মাঠ ছাড়েন। তিনি ৪৯ বলে মোকাবিলা করে ৬ চার ৪ ছক্কার মারে তার ৭৪ রানের ঝড়ো ইনিংসটি খেলেন। শেষ পর্য ন্ত ক্রিজে থাকা ফ্লেচার ৬৫ বল মোকাবিলা করে সমান ৬ চার ও ৬ ছক্কার মারে তার বিধ্বংসী ইনিংসটি সাজান।

এর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির বিধ্বংসী ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ করে ১৮০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লার সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ফাফ ডু প্লেসি। ক্রিজে নেমেই তিনি তুলাধুনা করতে থাকেন খুলনার বোলারদের। নাবিন উল হক প্লেসি ঝড় যতক্ষণে থামান, দর্শকরা ততক্ষণে আসরে তৃতীয় ব্যাক্তিগত শতকের সাক্ষী হন। ৫৪ বল মোকাবিলা করে তিনি খেলেন ১০১ রানের বিধ্বংসী এক ইনিংস। তার ইনিংসটি ১২ চার ও ৩ ছক্কার মারে সাজানো ছিল। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালাতে থাকেন কুমিল্লার ব্যাটাররা।

বিপিএলের অষ্টম আসরে প্রথম সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন জ্বলে উঠার আভাস দিলেও ক্রিজে টিকতে পারেননি। এক ছক্কার সাহায্যে ৭ রান করে তিনি শেখ মেহেদীর শিকার হন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ২৭ বলে খেলেন ৩১ রানের ইনিংস। রান আউট নামক দূর্ভাগ্যের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে ক্রিজে নেমেই তান্ডব চালাতে থাকেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসি। তাকে অবশ্য সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক ও মঈন আলী।

গত ম্যাচে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা মঈন এদিন মাত্র ৮ রান করেন। ১০১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ডু প্লেসি। শেষদিকে মাইদুল ইসলাম অঙ্কন ২০ রানের একটি ইনিংস খেলেন। আর তাতেই নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮২ রান। খুলনার হয়ে একটি করে উইকেট শিকার করেন নাবিন, মেহেদী ও ফরহাদ রেজা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন