জাতীয় ডেস্ক :
রাজধানীর রমনার ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে কামরুন নাহার (৪৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী ঢাকার কর অঞ্চল ৩-এর কমিশনার।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী মো. আবুল কালাম আজাদ জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন তারা। ১ ছেলে ও ২ মেয়ের জননী কামরুন নাহার।
তিনি আরও জানান, দুপুরে তিনি অফিসে ছিলেন। দুই মেয়ে কলেজে ছিল। তখন ৪ বছরের ছেলের ফোন পেয়ে তিনি বাসায় গিয়ে দেখেন, তার স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তাকে দ্রুত নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে তিনি রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বামী আবুল কালাম আজাদ।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
