হোম বাংলাদেশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা !

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা !

কর্তৃক Editor
০ মন্তব্য 356 ভিউজ

 নিজস্ব প্রতিনিধিঃ

তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ ওবায়দুর রহমান ওরফে রিয়াদ বাবু (২৬) নামে একছাত্রলীগ কর্মী আত্মহনন করেছে বলে জানা গেছে । সে উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের শেখ মনজুর রহমানের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। নিহতে প্রতিবেশীরা জানায়, ঐ যুবক পারিবারিক কলহের জেরে বেশকিছুদিন যাবৎ মানসিক ভাবে হতাশাগ্রস্ত ছিল। আজ শুক্রবার(৬ নভেম্বর) সন্ধ্যায় সে বাড়িতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও গোটাপরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শোকহত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছে উপজেলা ছাত্রলীগ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ । এছাড়া আবেগে আল্পুত হয়ে অনেক তার বিদেহীআত্মার শান্তি কামনায় সামজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে আবেগঘন স্ট্যাটাস। আত্মহননের পূর্বে ঐ ছাত্রলীগ কর্মী তার নিজস্ব ফেসবুক আইডিতে যে স্ট্যাটাস দিয়েছে সেটি নিচে হুবহু তুলে ধরা হল।

“নিজের কাছেই অবাক লাগছে আজ। এক সপ্তাহ হলো… বিষের বোতল টা আমার বালিশের নিচে পড়ে আছে স্পষ্ট দেখতে পারছি। সবাই নির্বাক হয়ে গেছে। ছোটো ভাইটা পাগল প্রায়। জানি ছোট বোন টা খুব কাঁদছে। অনেক বড় ভুল করে ফেলেছি হয়তো! এমন টা তো হবার কথা ছিলনা। জানেন?, সেদিন খুব কেদেছিলাম আমি। যেদিন আমার হাত টা ছেড়ে দিয়েছিলেন সোহাগ দাদা। আমার বাঁচার শেষ আশা টুকু ছিলেন ওনি। অঝরে কেঁদেছি সারা রাত এই কদিন। প্রতি রাতে বাঁলিশ ভিজিয়েছি চোঁখের জলে।একটি বার ও খোজ নাওনি কেমন ছিলাম আমি।আর,দোস্ত তোদের অনেক ধন্যবাদ। ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছিস। তবে কি জানিস? বাস্তবে এতটা সময় তোরা যদি দিতি…তাহলে,না থাক কিছুনা,জানি তোমরা খুব কাঁদছো।জানি খুব ভালবাসতে আমাকে।হয়তো ঘৃণাও করতে অনেকে।যদি আর একটু খোজ করতে, আমার সমস্যা গুলো শুনতে…যদি আমার দিকে আর একটু খেয়াল রাখতে…যদি সবকিছু নির্ভয়ে বলতে পারতাম তোমাদের…তাহলে আজ হয়তো…। ছোট বোন,কাঁদিস না লক্ষিটি।হয়তো সব থেকে বড় অন্যায় টা তোর সাথে হলো! মাফ করে দিস তোর এই অপরাধী ভাইটিকে। জানি এই ভুলের কোন ক্ষমা নেই। ভাল থাকুক ভালবাসার মানুষ গুলো। দুর থেকে না হয় দেখলাম সবার হাসি মাখা মুখ। ভাল থেকো সবাই, হয়তো ফিরার ইচ্ছা থাকলেও চাইলে পারবোনা। ক্ষমা করে দিয়ো তোমাদের সন্তান কে। এখানে খুব কষ্ট হচ্ছে আমার। সবায় কে ছেড়ে থাকাটা অনেক অনেক বেশি কষ্টের। অনেক বেশি ভুল করে ফেলেছি। ইশশ যদি আর একটু সময় পেতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। ভাল থেকো সবায়। দুর থেকে দেখবো সবাই কে। ভাল থাকুক ভালবাসার মানুষ গুলো। ক্ষমা করে দিবেন এই বাজে ছেলেটাকে। আমি নাকি খারাপ, হুম মানলাম বাট হয়তো এমন কাউকে পাবেন না যে প্রমান করতে পারবে আমি খারাপ। কারন আমি আজ অবদি এমন কোনো কাজ করিনি যে প্রমাণ করতে পারবেন। ছোটো বেলা থেকে আমার রক্তে মিশে আছে রাজনীতি। আমি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসি। তার দেখানো পথেই চলে আসছি আজ অবদি। চাকরি বা বিয়ে কোনোটাই করিনি ছাত্রলীগ করবো বলে। বাট আজ দলও টাকার কাছে জিম্মি। আমার জীবনে আর কি বাকি আছে, হয়তো বেচে থাকতাম দু মুটো ভাতের জন্যে। কিন্তু যখন অসহায় মানুষ গুলো কাঁদে আমি তাদের কান্না সয্য করতে পারি না। আমার নেতা বঙ্গবন্ধু ও পারিনী। তাই তো সে নিজের জীবন দিছে তবুও হার মানেনি, লড়াই করে গেছে অন্যায় এর বিপক্ষে সারাজীবন। আমিও অন্যায় কে প্রশ্রয় দিতে পারিনি তাই আমি খারাপ। আমার জীবনে আজ অবদি যতো খারাপ সময় তার সব কিছু এই রাজনীতির জন্যে।ভবিষ্যতের কথা ভাবিনি কখনো, আজ জীবনের এই শেষ সময় ক্যানো জানি মনে হচ্ছে এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিলো। হারিয়েছি সব, ঘর, পরিবার, ভালোবাসার মানুষ, কাছের মানুষ সব সব কিছু হারিয়েছি এই রাজনীতির জন্যে। তাই চলে গেলাম এই নিষ্ঠুর সার্থের পৃথিবী থেকে ক্ষমা করে দিবেন আমাকে ”

তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, উপজেলা প্রশাসন সহ একাধিক দ্বায়িক্তশীল সুত্র। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল, জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার জন্য প্রস্ততি নেওয়া হচ্ছে। আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যান্ত থানায় এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন