হোম জাতীয় ফেনী-কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে

ফেনী-কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

জাতীয় ডেস্ক:

বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (২৬ আগস্ট) সকালে পানি ভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।

তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমুহের পানি হ্রাসও অব্যাহত আছে। এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে।

পার্থ প্রতীম বড়ুয়া বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসমুহের পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে কিছু কিছু এলাকায় প্রধান নদীসমূহ ও প্লাবিত এলাকার পানি বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন