হোম জাতীয় ফেনীতে স্বতন্ত্র প্রার্থীর ভোটবর্জন

জাতীয় ডেস্ক:

অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ। রোববার (৭ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসনে আওয়ামী লীগ তার দলীয় প্রার্থী প্রত্যাহার করে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের মাসুদ উদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজী রহিম উল্লাহ। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী।

আসনে মোট ৪ লাখ ৭৬ হাজার ৩৫২। পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৫৯। নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯২।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন