হোম রাজনীতি ফেনীতে বিএনপির মশাল মিছিল

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলসহ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের একদফা দাবি আদায়ে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কে পাঁচগাছিয়া এলাকায় দলটির ঘোষিত অবরোধের সমর্থনে এ মিছিল বের করা হয়।

মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল নেতৃত্ব দেন। তাদের সঙ্গে মিছিলে ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মশাল মিছিলে শহরের ওই অংশে আতঙ্ক তৈরি হয়। এদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন