হোম জাতীয় ফেনীতে ‘কেরাত ও আজান’ প্রতিযোগিতায় দৃষ্টিহীন রবিউল প্রথম

জাতীয় ডেস্ক :

ফেনী জেলা পুলিশ আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ৬টি উপজেলার মধ্যে সোনাগাজী উপজেলার জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ প্রথম স্থান অর্জন করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ফেনী শহরের একটি কনভেনশন হলে তার হাতে এ পুরস্কার তুলে দেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী, ফেনী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পুরস্কার হিসেবে মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদকে জেলা পুলিশ ফেনীর আয়োজনে কমিশনার জয়নাল আবেদীন দেল আফরোজ ফাইন্ডেশন, ফেনীর সহযোগিতায় সার্টিফিকেট ও নগদ অর্থ দেওয়া হয়।

এ সময় সোনাগাজীর প্রতিবন্ধী তরুণের এমন কৃতিত্বে ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।

সোনাগাজী উপজেলার হাজারীপাড়া গ্রামের মুহাম্মদ ইউসুফের ছেলে মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ। তিনি দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদরাসার ছাত্র।

তার ওস্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মের পর থেকেই সে দুচোখে একেবারেই দেখতে পান না। তার পরও ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত শুনে শুনেই তিনি কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তার এ প্রতিভাকে অনুষ্ঠানে উপস্থিত সবাই সাধুবাদ জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন