খেলাধূলা ডেস্ক:
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে রাজবাড়ীর পাংশায় হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাবেশ ঘটে। ম্যাচটি ঘিরে যেন এক উৎসবের আমেজ তৈরি হয়। খেলার আগে উৎসুক জনতার মাঝে ব্যারিস্টার সুমন বলেন, ফুটবল মানুষের প্রথম প্রেম।
শনিবার (২৪ জুন) বিকেলে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় পাংশা উপজেলা ফুটবল একাদশের মুখোমুখি হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলায় ১-০ গোলে পাংশা উপজেলা ফুটবল একাদশকে হারায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
খেলা দেখতে আসা দর্শক হেলাল মাহমুদ বলেন, ‘প্রায় ২০ বছর পর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এত বড় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা ২০ টাকার টিকিটের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করেছেন। টিকিট কেটে প্রচুর ফুটবলপ্রেমী দর্শক মাঠে খেলা দেখতে এসেছেন। আমিও খেলা দেখতে এসেছি।’
খেলা শুরুর আগে ব্যারিস্টার সুমন বলেন, ‘পাংশায় এসে আমি অভিভূত। ফুটবল মানুষের প্রথম প্রেম। আজ আমি পাংশায় ফুটবল খেলতে আসছি। পাংশায় এর আগে এত মানুষ হয়েছে কি না আমার জানা নেই। ফুটবলের প্রতি প্রেম থেকেই মানুষ খেলা দেখতে আসে। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।’
তিনি আরও বলেন, ‘আমি প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূর থেকে এসেছি। পাংশার বিপক্ষে জিততে বা হারতে আসিনি। আমরা পাংশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে এসেছি। রাজার বাড়ির মানুষদের কখনো হারানো যায় না। আমি পাংশার মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফুটবলার উপহার দিতে এসেছি।’
প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল ও পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
