নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা যুব সঙ্গের আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফুটবল খেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান বাংলাদেশকে আমরা মাদক মুক্ত ও বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগী হতে হবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, প্রত্যেকটি ইউনিয়নে এ ধরনের খেলাধুলা আয়োজন করতে হবে। তরুন সমাজকে বেশি বেশি করে ক্রীড়া অঙ্গনের সাথে যুক্ত করতে হবে, যাতে করে আগামীতে এই তরুনদের দিয়ে সমাজ গড়া যায়।
মাগুরা যুব সংঘের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্মু সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লেওকাত, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম দাদুভাই, কৃষকদলের আহŸায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
খেলায় মাগুরা যুব সংঘ ফুটবল টিম বনাম খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। উক্ত ফুটবল খেলায় আন্দুলিয়া স্পোটিং ক্লাব ১-০ গোলে মাগুরা যুব সংঘ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব।