বিনোদন ডেস্ক:
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স পুনরায় চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্রকার এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোরশেদুল ইসলাম। বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের সেমিনার হলে এসোসিয়েশনের সাধারণ সভায় একথা বলেন তিনি।
ফিল্ম আর্কাইভ নিয়ে প্রতিবছর যারা গবেষণা করেন, এসোসিয়েশনের ব্যাপ্তি বাড়ানোর লক্ষ্যে তাদের সহযোগী সদস্য পদ দেয়ার প্রস্তাব ও রাখেন তিনি। সভায় অন্যান্য বক্তারা সবাইকে সাথে নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অ্যালামনাই এসোসিয়েশনের দু’বছর মেয়াদী কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে মোরশেদুল ইসলামকে আবারো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি নির্বাচন করা হয়।
মোরশেদুল ইসলাম একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগামী’ ছবিটির জন্য তিনি ১০ম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ পরিচালনার জন্য ‘রৌপ্য ময়ূর’ এবং ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন।