আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরীয় নেতা কিম জং উনের ফিল্মি স্টাইলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে তার নেতৃত্বের দক্ষতা বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারা বলছেন, এটিকে সহজে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে।
পরনে চামড়ার জ্যাকেট, কালো সানগ্লাস। পেছনে বিশালাকার ক্ষেপণাস্ত্র। নায়কের রূপে আবির্ভূত হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
কিম জং উনের আলোচিত এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জাতিসংঘসহ পশ্চিমাদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একেবারে ফিল্মি স্টাইলে এবার নেতৃত্ব দিলেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। ২০১৭ সালের পর এই প্রথম আরও একটি আইসিবিএম পরীক্ষা করল পিয়ংইয়ং। সামাজিক মাধ্যমে ফিল্মি স্টাইলে বানানো ওই ভিডিওটি নিয়ে এরইমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হলেও, কিমের এমন কর্মকাণ্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিশ্লেষকরা বলছেন, এই ভিডিওর মধ্য দিয়ে কিম তার নেতৃত্বের দক্ষতা ও ক্ষমতা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের জন্যও এটিকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হং মিন বলেন, আসলে এই ভিডিও দিয়ে কিম পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি যে নেতৃত্বসম্পন্ন ও একইসঙ্গে তিনি কি কি অর্জন করছেন তাই সবার সামনে তুলে ধরেছেন। এটা আসলে তার এক ধরনের কৌশল।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের জনগণকেও উদ্বুদ্ধ করতে চায়। এ জন্য এই ধরনের পরীক্ষাকে সিনেমার দৃশ্যে পরিণত করে রীতিমতো স্বাচ্ছন্দ্য বোধ করছে কিম প্রশাসন।
