হোম খুলনাসাতক্ষীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শহর ছাত্রশিবিরের আয়োজনে শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২টায় শহরের খুলনারোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড় এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম, সংগঠনটির সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম, জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, সেক্রেটারী মেহেদী হাসান, অফিস সম্পাদক নুরুন্নবী, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, জেলা অফিস সম্পাদক নাজমুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা এসময় বলেন, ফিলিস্তিন আমাদের চেতনা, ফিলিস্তিন আমাদের প্রেরণা। ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস আমাদের প্রথম কাবা। সেই কাবায় আজ মুসলমানদের রক্তে রঞ্জিত করা হচ্ছে। মুসলমানরা যদি জেগে ওঠে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ফিলিস্তিন কখনো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে না। তারা আরো বলেন, মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে। বক্তারা এসময়, পৃথিবীর ৫৭ টি মুসলিম বিশ্বের কর্তৃত্বশীল নেতাদের জেগে উঠে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জোর দাবী জানান। একইসাথে তারা সন্ত্রাসী ইসরাইলের সকল পণ্য বাংলাদেশ থেকে বয়কটের জোরালো আহ্বান জানান। বক্তারা এসময় গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন