হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলকে এবার রাইসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আলোচনার পর ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রোববার (৮ অক্টোবর) হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে কথা বলেন রাইসি।

এসময় তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহর সঙ্গে আলাদাভাবে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পরে রাইসি বলেন, ‘ইরান ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে।’

তিনি আরও বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরাইল) এবং তার সমর্থকরা এই অঞ্চলের জাতিগুলোর নিরাপত্তা বিপন্ন করার জন্য দায়ী এবং এই বিষয়ে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

এসময় হামাস এবং ইসলামিক জিহাদের পাশাপাশি সিরিয়া, লেবানন এবং ইরাকের মতো দেশগুলোর ‘প্রতিরোধ’ প্রচেষ্টার প্রশংসা করেন রাইসি। পাশাপাশি ‘ফিলিস্তিনি জাতিকে সমর্থন’ করার জন্য মুসলিম সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

এদিকে, হামাসের হামলায় ইসরাইলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে, আহত হয়েছেন ২ হাজারের বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ জন ইসরাইলি নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন