বাগেরহাট প্রতিনিধি:
ফিলিস্তিনের উপর ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ইমাম সমিতি।
শুক্রবার ( ১৩ অক্টোবর) বাগেরহাট কোর্ট মসজিদ চত্তর থেকে জেলা ইমাম সমিতির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট মসজিদ চত্তরে গিয়ে শেষ হয়।মিছিলে হাজার হাজার মুসল্লিরা অংশ নেন।
পরে এক সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগন। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অমানবিক হামলা বন্দের দাবী জানান।