হোম জাতীয় ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক: বাংলাদেশের সঙ্গে একাত্মতা, পতাকা অর্ধনমিত রাখবে মার্কিন দূতাবাস

জাতীয় ডেস্ক:

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশটির রাষ্ট্রদূত পিটার হাস শনিবার দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। নিরপরাধ প্রতিটি মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘সংঘাতে যে কোনো দেশের ও যে কোনো ধর্মে বিশ্বাসী বেসামরিক নাগরিকের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করি।’

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলে আকস্মিকভাবে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে ইসরাইলি সামরিক বাহিনীও গাজায় পাল্টা হামলা চালায়। শুক্রবারও পালিয়ে যাওয়ার জন্য পরিবারগুলোকে আধা ঘণ্টা সময় দিয়ে উত্তর গাজার একটি জেলাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

গাজা থেকে হামাসকে নিঃশেষ করে দেয়ার অঙ্গীকার করেছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত ও ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গাজায় ঘরবাড়িহারা ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া একটি গ্রিক অর্থোডক্স চার্চেও শুক্রবার হামলা চালানো হয়েছে। এতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি বাহিনীর এই বর্বর হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা।

শোক পালনে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন