হোম আন্তর্জাতিক ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যেসব দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যেসব দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। তবে এমন যুদ্ধকালীন সময়েও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রোববার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে এখন পর্যন্ত নয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

এসব দেশের মধ্যে রয়েছে, আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ এবং টোবাগো, জ্যামেইকা, বার্বোডস।

চলতি বছরের ২১ জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আর্মেনিয়া। এছাড়া এখন পর্যন্ত চলতি বছর ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে বার্বোডোস।

বার্বোডোস চলতি বছরের গত ২০ এপ্রিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে গাজায় এখনো অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন