হোম খেলাধুলা ফিফটির আগে তামিম পরে লিটনের বিদায়

খেলাধূলা ডেস্ক :

রেকর্ড উদ্বোধনী জুটির পর সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে যত রেকর্ড, সবগুলোতেই আছেন তামিম ইকবাল খান। আজ শুক্রবার (১৮ মার্চ) প্রথম ওয়ানডেতে লিটনকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতেও আগের ৪৬ রানের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন নজির। তবে দলীয় শতরান এবং ব্যক্তিগত অর্ধশতকের দোরগোড়ায় গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন তামিম।

আন্দ্রে পেহেলুকায়োর বলে সাজঘরে ফেরার আগে তামিম ৬৭ বল খেলে ৩ চার ও এক ছয়ে করেছেন ৪১ রান।

এদিকে, সময়টা যেন নিজের করেই নিয়েছেন লিটন দাস। দেশের মাটিতে কিংবা বিদেশে সবখানেই দুরন্ত ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতেও ফিফটি করেছেন। তবে ব্যক্তিগত অর্ধশতকের পরই কেশব মহারাজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটিটি ১৫৪ রানের। ২০১৫ সালে সেটি গড়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম উইকেটে সর্বোচ্চ জুটিটি ৪৬ রানের। ২০০৮ সালের সে ওপেনিং জুটিতেও ছিলেন তামিম, তার সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। এবার লিটনকে সঙ্গে নিয়ে সে রেকর্ড ভাঙলেন তামিম।

এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভার শেষে দুই উইকেটে ১০৪ রান। ক্রিজে রয়েছেন সাকিব এবং মুশফিক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। আগেই জানা ছিল, দক্ষিণ আফ্রিকার মতো বিরুদ্ধ কন্ডিশনে তাদের শক্তিশালী পেস অ্যাটাক মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ হবে তামিমদের জন্য। হলোও তাই। রাবাদা-লুঙ্গি এনগিডিদের বাড়তি বাউন্স আর গতি বৈচিত্র্যে বলতে গেলে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন