হোম খেলাধুলা ফিট নন, তবুও খেলবেন তামিম

খেলাধূলা ডেস্ক:

পিঠের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। তার সেই ইনজুরি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তবুও বুধবার (৫ জুলাই) অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে খেলবেন বলে জানিয়েছেন তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তার আগে একটা প্রশ্ন ছিল বাংলাদেশি সমর্থকদের মাথায়, তামিম কি খেলবেন? এমন প্রশ্নের উত্তরটা নিজেই দিলেন বাংলাদেশের এই ওপেনার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।

এদিকে দলের ক্ষতি হোক এমন কিছুই চান না তামিম। সংবাদ সম্মেলনে টাইগার দলের অধিনায়ক বলেন, আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি আগামীকালের জন্য প্রস্তুত।

বাংলাদেশ দল অনুশীলন করেছে আজও। তবে দলের সঙ্গে মাঠে এলেও ব্যাটিং কিংবা ফিল্ডিং কিছুই করেননি তামিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন