নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ মজুদ রাখার দায়ে এক ফার্মেসী মালিকের ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা বাজারে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম।
তিনি জানান, সদর উপজেলার বাদামতলা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইনের ২০২৩ এর ৪০(গ) ধারায় সেখানকার মেসার্স মাহমুদপুর ফার্মেসী এর মালিক মোঃ আলি হাফিজকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম আরো জানান, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে সে লক্ষ্যে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, জেলা ড্রাগ পরিদর্শক বাশারাফ হোসেনসহ ২০ জন বিজিবি সদস্য ও ৫ জন পুলিশ সদস্য।