হোম জাতীয় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোটা হাতে হামলা চালায়। এতে স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি। তবে ট্রেন চলছে।’

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের যাত্রীরা ছুটছেন মেট্রোরেল স্টেশনে। যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রোকর্তৃপক্ষ।

আন্দোলনকারীরা সায়েন্সল্যাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, নতুন বাজার, বাড্ডা, মতিঝিল, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ সড়কে সকালে কিছু পরিবহন দেখা গেলেও বেলা বাড়লে সেই সংখ্যা কমতে থাকে। তাই নিয়মিত যাত্রীদের বাইরেও অনেকে এদিন বাধ্য হয়ে মেট্রোরেল ধরতে স্টেশনে যান।

রাজধানীর মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম ও টিকিট কাউন্টারে হাজার হাজার যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। এ সময় স্টেশনলোতে টিকিটের লম্বা লাইন সিঁড়ি পর্যন্ত চলে আসে। দীর্ঘ সময় দাঁড়িয়ে টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না অনেকে। ধাক্কাধাক্কি করে যাত্রীদের ট্রেনে উঠেতে দেখা যায়।

শুধু মতিঝিল স্টেশনই নয়, গন্তব্যে পৌঁছাতে বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট এলাকাসহ বিভিন্ন মেট্রোস্টেশনে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন