হোম ফিচার ফারিণের অন্য রকম প্রচার

বিনোদন ডেস্ক:

অল্প সময়ে দর্শকের কাছাকাছি এসেছেন তাসনিয়া ফারিণ। দুর্দান্ত সব কাজ দিয়ে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার নতুন ছবি ‘পুনর্মিলনে’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। এই সিনেমার অন্যরকম প্রচারে এলেন তিনি।

‘পুনর্মিলনে’ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কথা বললেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সার্চবারের স্ক্রিনশট শেয়ার করে লিখলেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি।’

কাজিনদের সম্পর্কের নানা বিষয় নিয়ে তৈরি সিনেমাটিতে রয়েছে হাসি, কান্না, আনন্দ, বেদনা। নতুন গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘পুনর্মিলনে’। অভিনয়ে রয়েছেন সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিণ, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন