ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে ৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আমাল ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা ১১টায় ফাজিলপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দুরুত্ব বজাই রেখে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: আব্দুর রশিদ, সেনাবাহিনীর ( অব: কর্পোরাল) মো: ইস্রাফিল হোসেন , তরুন সমাজ সেবক দুরুদ আলী, ফারুক হোসেন সহ অন্যরা। ফাজিলপুর উৎসর্গ যুবসমাজের আয়োজনে আমাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং মেজর জাহিদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় প্রত্যেক পরিবারকে চাউল, তেল, আলু, পেয়াজ লবন ও ডাল প্রদান করা হয়েছে।
এবিষয়ে আব্দুর রশিদ জানান এই মহামারিতে সমাজের অসহয় ও দুদর্শাগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য আমাল ফাউডেশনকে ধন্যবাদ জানাছি।তারা যেন সব সময় এভাবে সমাজের সকল ভালো কাজের সাথে থাকতে পারে সেই প্রার্থনা করি ।