খেলাধূলা ডেস্ক :
ফুটবলে কড়া ট্যাকল খুবই সাধারণ বিষয়। তবে মাত্রা ছাড়িয়ে গেলে ফাউল ধরতে, এমনকি কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। তবে, ফ্রেঞ্চ কাপের ম্যাচে এরিক বেইলি সব মাত্রা ছাড়িয়ে গেছেন। কড়া ট্যাকলে নিজে তো লাল কার্ড দেখেছেনই, প্রতিপক্ষ খেলোয়াড়কে পাঠিয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ফ্রেঞ্চ কাপে মার্শেই মুখোমুখি হয়েছিল হেইরেসের। ম্যাচের ১৫ মিনিটের মাথাতেই মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্শেইয়ে খেলতে যাওয়া ডিফেন্ডার এরিক বেইলি। হেইরেসের মিডফিল্ডার মুসা এন’দিয়াইয়ে তার কড়া ট্যাকলে মাঠেই লুটিয়ে পড়েন। এ সময়ে দীর্ঘ সময় ধরে তাকে চিকিৎসাও দিতে হয়েছে।
তবে পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে হেইরসের প্রেসিডেন্ট মোরাদ বৌদজেল্লাল মুসার শারীরিক অবস্থা সম্পর্কে বার্তা সংস্থা এএফপিকে জানান, এই মিডফিল্ডারকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
মোরাদ বলেন, ‘তাকে মার্শেইয়ের নর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলকভাবে তাকে (মুসা) নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়, আমরা সেই প্রার্থনা করছি।’
পরে দলটির সহকারী কোচ জাঁকি নৌবির নিশ্চিত করেন আপাতত ভালো আছেন এই আহত ফুটবলার। তিনি বলেন, ‘ক্ষতির চেয়ে ভয়টা বেশি ছিল। মারাত্মক কিছু নয়। সম্ভবত কনকাশন ছিল।’
ম্যাচের শুরুতে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জন নিয়েই বলতে গেলে গোটা ম্যাচটা খেলতে হয়েছে তাকে। তবে ফায়দা আদায় করতে পারেনি হেইরেস। ১০ জনের মার্শেইয়ের কাছেই ২-০ গোলে হেরে গেছে তারা।
