খেলাধূলা ডেস্ক:
ইতালির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে সফল হয়েছে স্পেন। এবার উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিয়ে আশাবাদী দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ বসের মতে, তার দল রয়েছে সেরা ছন্দে।
রোববার (১৮ জুন) দিবাগত রাত পৌঁনে ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। আর নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
ফাইনালের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা চাই নিজেদের সেরাটা দিয়ে সফলতা ছিনিয়ে আনতে। যদি মাঠে সেটি করতে পারি, তাহলে আমাদের কোনো হতাশা থাকবে না। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আশা করছি, ছেলেরা নিরাশ করবে না।’
ফুয়েন্তে আরও বলেন, ‘আমাদের মধ্যে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। দলের এখন সেরা সময় চলছে। তবে শিরোপা ছোঁয়ার স্বপ্ন পরে। আগে মাঠের কাজটি ঠিকমতো করতে চাই। যদি সেটি করতে পারি, তাহলে শিরোপা আমাদের হাতে উঠবে।’