স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সংবাদমাধ্যমে সাড়া ফেলেছিল ব্রাজিল। চিলিতে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ ফুটবল বিশ্বে তেমন কোনো জনপ্রিয় টুর্নামেন্ট নয়। কিন্তু নাম যখন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল হয় তখন সেখানে বাড়তি মাত্রা যুক্ত হয়। এবার ভক্তদের আনন্দে ভাসিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল।
বাংলাদেশ সময় সোমবার (১৪ আগস্ট) ভোর ৪টায় টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। এর আগে সেমিফাইনালে কলম্বিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্যারাগুয়ে। আর ৪-৩ গোলে স্বাগতিক চিলিকে হারিয়ে প্যারাগুয়ের প্রতিপক্ষ হয় সেলেসাও বাহিনী।
রোববার (১৩ আগস্ট) ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে জয়ের ধারা বজায় রেখে ফাইনাল নিশ্চিত করে হলুদ জার্সিধারীরা। এর আগে আর্জেন্টিনাকে হারিয়ে সাড়া ফেলেছিল ব্রাজিল। গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি।
এ দিকে রোববার দিবাগত রাত দেড়টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া ও চিলি। চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্ট।