ফুটবল বিশ্বকাপ :
পোল্যান্ডের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার শুরুর একাদশে আর দেখা যায়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তবে ফাইনালের মঞ্চে ফ্রান্সের বিপক্ষে প্রথম একাদশে তার ফেরার বিষয়ে সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ফরাসিদের মুখোমুখি হবে স্ক্যালোনির শিষ্যরা।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশ সাজানো নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন আর্জেন্টাইন কোচ। কারণ আক্রমণভাগে ফিরতে পারেন দলের উইঙ্গার ডি মারিয়া। আবার জয়ী দলের কম্বিনেশন ভাঙতে না চাইলে বাদ দেয়া যাচ্ছে না লিয়ান্দ্রো পারেদেসকে। দুজনের মধ্যে একজনকে শুরুর একাদশে বেছে নিতে হবে স্ক্যালোনিকে।
এর আগে পোল্যান্ডের বিপক্ষে উরুর চোটে পড়ে ডি মারিয়া আর ফিরতে পারেননি আলবিসিলেস্তেদের শুরুর একাদশে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রয়োজনে অতিরিক্ত সময়ের শেষদিকে মাঠে নামলেও, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নামানোর ঝুঁকি নেননি স্ক্যালোনি। হয়তো ফাইনালে খেলাবেন দেখেই তাকে ফিট রাখতে চেয়েছিলেন আর্জেন্টাইন কোচ। সে সময় চলেও এসেছে।
টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ডি মারিয়াকে রাখতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একাদশ সাজাতে হবে ৪-৩-৩ ফর্মেশনে। অর্থাৎ লিওনেল মেসি, হুলিয়ান আলভারাজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ডি মারিয়া।
কোনো কারণে যদি ডি মারিয়া শুরুর একাদশে না থাকে তাহলে আগের ৪-৪-২ ফর্মেশন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এ ফরোয়ার্ড ফাইনালে খেলবেন সেটা একপ্রকার নিশ্চিত।
