পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের কারণে আগের মত কৃষিকাজ আর নেই। অতি বৃষ্টি, ঝড়, জলচ্ছাস, বন্যা, খরা, নদী ভরাট, লবনক্ততা বৃদ্ধি জনিত কারনে আদি কৃষি ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। সে কারনে বর্তমান সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সল্প দামে সার, বিজ, কিটনাশক দিচ্ছেন সরকার। নতুন নতুন জাত তৈরি করতে গবেষণায় সরকার বিশেষ ভাবে নজর দিয়েছে। বর্তমান সময়ে কৃষি কাজে প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে পারলে কৃষক অনেক লাভবান হবে বলে উল্লেখ করেছেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি আজ রবিবার ৩ দিন ব্যপি ক্লাইমেট স্মাট প্রযুক্তি মেলার উদ্বোধনী বক্তৃতাকালে তিনি উপরুক্ত বক্তব্য রাখেন।
পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলা উপজেলা নির্বাহী অফিসার মায়েরা নাজনীন এর সভাপতির ও উপ-সহকারী কৃষি অফিসার শেখ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইফতেখারুর ইসলাম শামিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিনসহ শত শত কৃষক-কিশানী উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মেলার উদ্বোধন করার পর শোভাযাত্রা ও ফিতা কেটে মেলায় সকলের জন্য উন্মুক্ত করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।