জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর :
গত ১জুন দৈনিক সংকল্পে এবারের এস এসসি পরীক্ষায় কেশবপুরে আম আড়তের শ্রমিকের জি পি এ-৫ রঅভ ও লেখা পড়া অনিশ্চিতের সংবাদ প্রকাশের পর বুধবার সকালে কেশবপুর চারুপীট আর্টস্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে কেশবপুর বাজারের আম আড়তে পৌছে কৃতি শিক্ষার্থী সাঙ্গকারা দাসের উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে নগদ অর্থ ও তাকে মিষ্টিমুখ করান।
সাংবাদিক উৎপল দে জানান, এ ধরনের গোবরে পদ্মফুল হওয়া শিক্ষার্থী দের লেখা পড়ার সুযোগ করে দেয়া সরকারের পাশাপাশি সচেতন মানুষদের দায়িত্ব বলে আমি মনে করি। আমার মতো আারো যারা সমাজে বিবেকবান মানুষ আছেন তারাও এগিয়ে আসবেন এটা আমার বিশ^াস।
উল্লেখ্য সাঙ্গাকারা দাস বুড়িহাটিস্থ মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে । কেশবপুরের মজিদপুর গ্রামের ছোট একটি কুঠিতে তাদের বসবাস। তার পিতা কালিপদ দাস ও মাতা পার্বতী রানী দাস। তার বাবা একজন ভ্যান চালক।
পূর্ববর্তী পোস্ট