হোম রাজনীতি ফরিদপুর-৩: ‘নৌকার সমর্থকরা চুলের মুঠি ধরেই মারধর শুরু করে’

ফরিদপুর-৩: ‘নৌকার সমর্থকরা চুলের মুঠি ধরেই মারধর শুরু করে’

কর্তৃক Editor
০ মন্তব্য 79 ভিউজ

রাজনীতি ডেস্ক:

ভোটের আগের দিন শনিবার বিকেলে ফরিদপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী এজেন্ট শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলার আলম মোল্লা ডাঙ্গী এলাকায় একই আসনের নৌকার প্রার্থী শামীম হকের কর্মী-সমর্থকরা এই হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন।

ভোলা মাস্টার ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভোলা মাস্টারকে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে ‘ধর ধর’ বলে তার ওপর হামলা চালায়।

ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শোয়েবুল আলম বলেন, দীর্ঘদিন ধরেই নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা-মামলা দিয়ে আসছে। নির্বাচন বানচাল করতে এবং ভোটারদের ভয় দেখাতে ভোটের আগের দিন বিকেলে ফরিদপুরে পরিচিত মুখ ভোলা মাস্টারের ওপর আতর্কিত হামলা চালিয়েছে নৌকার কর্মী-সমর্থকরা।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের পক্ষে কাজ করায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের এক মেম্বারকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পলি বেগমের বাড়িতে এ নির্যাতন ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

পলি বেগম দাবি করছেন, শুক্রবার রাতে তিনি ইউনিয়নের গদাধর ডাঙ্গী এলাকার বাড়িতে ছেলের জন্মদিনের কেক কাটছিলেন। ওই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের সমর্থকরা বাড়িতে ঢুকে ছেলের সামনেই তাকে চুলের মুঠি ধরে মারধোর শুরু করে। কেনো নৌকার বিপক্ষে গিয়েছি? তা জানতে চায় হামলাকারীরা।

নির্যাতনের শিকার এই নারী বলেন, আমি আওয়ামী লীগের লোক, দল সুযোগ দিয়েছে পছন্দের প্রার্থীর পক্ষ নেওয়া যাবে। এজন্য স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছি। কখনো ভাবিনি এজন্য ছেলের জন্মদিনে, ছেলের সামনে আমাকে এমন নির্যাতনের শিকার হতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন