ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান,দুর্নীতি -লুটপাট- অর্থপাচার বন্ধের দাবিতে আজ শনিবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য সজল বাড়ৈ, মোশারফ হোসেন, কাজী রুহুল আমিন । এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবি জানান ও বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন । তারা পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি পঁচিশ হাজার টাকা করার দাবি করেন তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারক সাধারণ জনগণের কথা চিন্তা করে বাজার মনিটরিং করার দাবি জানান। তারা দুর্নীতিবাজ,অর্থপাচার কারী ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।