ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা আজ বুধবার বেলা সাড়ে বারোটায় শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল তুহিন, কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক শামসুদ্দোহা জাহের , মধুখালী উপজেলার আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, বোয়ালমারী উপজেলার সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, নগরকান্দা উপজেলা সভাপতি মোহাম্মদ এলাহী, চরভদ্রাসন উপজেলার আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদরপুর উপজেলার আহ্বায়ক এডভোকেট আব্দুস সামাদ কবির, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মিঠুন চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করাতে হবে। সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। আগামী ১০ অক্টোবর ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী জনসভা সফল করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।