হোম অর্থ ও বাণিজ্য ফরিদপুর চিনিকল: ধ্বংসের পথে গাড়ি ও যন্ত্রাংশ, হচ্ছে চুরিও

বাণিজ্য ডেস্ক :

ফরিদপুর চিনিকলে লোকসানের পাশাপাশি অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার গাড়ি ও যন্ত্রাংশ। দীর্ঘদিন ধরে গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে থাকায় মিলেরই কিছু অসাধু চক্র সেসব চুরি করে নিয়ে যাচ্ছে। অসাধু চক্রের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা বলে অভিযোগ শ্রমিকদের।

লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর সুগার মিলে চলছে বছরের পর বছর চিনি উৎপাদন কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, লোকসানের পাশাপাশি অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার গাড়ি ও যন্ত্রাংশ। তৃণলতায় জড়িয়ে আছে অধিকাংশ গাড়ি। শুধু নষ্ট হওয়াতে সীমাবদ্ধ নেই, মাঝেমধ্যে হচ্ছে চুরি।

যন্ত্রাংশগুলো চুরির সময় হাতেনাতে ধরা পড়লেও তাদের বিরুদ্ধে নেয়া হয় না কোনো আইনি ব্যবস্থা। কর্তৃপক্ষের নানা গাফিলতিতে শিল্প প্রতিষ্ঠানটি বন্ধের দ্বারপ্রান্তে চলে যাওয়ায় ক্ষুব্ধ মিল শ্রমিকেরা।

মিল শ্রমিকরা জানায়, মিলের পরিবহন বিভাগের অধিকাংশ গাড়ি অযত্নে থেকে থেকে নষ্ট হচ্ছে। মাঝেমধ্যেই মিলের যন্ত্রাংশ চুরি হচ্ছে। বর্তমান ইউনিয়নের ছত্রছায়ায় চুরিগুলো হচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ।

এদিকে, দ্রুত সময়ে এ গাড়িগুলোর জন্য শেডের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, ‘যে একটা শেড আছে তা গাড়ি রাখার জন্য পর্যাপ্ত নয়। এখানে নতুন একটা শেড নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু আর্থিক কারণে এখনও পেরে উঠছি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’

চলতি মৌসুমে ফরিদপুর মিলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ৬৫০ মেট্রিক টন চিনির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন