হোম জাতীয় ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

জাতীয় ডেস্ক :

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম মুন্সী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

ইব্রাহিম মুন্সীর বাড়ি কৃষ্ণপুর ইউনিয়নের লখারকান্দী গ্রামে।

স্থানীয়রা জানান, বুধবার (৪ মে) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের লখারকান্দী গ্রামের ছাত্রী ইব্রাহিম মুন্সীর দোকানে সুপারগ্লু কিনতে গেলে দোকান বন্ধ থাকায় অভিযুক্তের অটো রাইস মিলের ভেতরে ডাকতে যায়। এ সময় তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান তিনি। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, উক্ত ছাত্রীর মা বাদী হয়ে সকালে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইব্রাহিম মুন্সীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন