ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন জুয়েলার্স এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার(৭৫) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলটুলি স্বর্ণপট্টি এলাকাবাসী।
এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস এর পক্ষ থেকে সভাপতি নন্দ কুমার বড়াল সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকারের মৃত্যুতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় । পরে তার শবদেহ তার গ্রামের বাড়ি সদরপুরে সমাহিত করা হয়।মৃত্যুকালে তিনি একপুত্র দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পূর্ণদিবস স্বর্ণকার পট্টীর সমস্ত দোকান-পাট বন্ধ রাখা হয়েছে।