ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা বাজার বনিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত নির্বাচন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মেজর (অবঃ) জাহাঙ্গীর আলম,নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক সরোয়ার হোসেন, নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন।
নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান মুন্সী, সহ সভাপতি মাসুদুল হাসান,মনিরুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে রাহাত বেগ , সহ সাধারন সম্পাদক পদে জাকির মুন্সী , কোষাধ্যক্ষ পদে কাবিল খালাসী, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মাসুম আল ইসলাম, কার্য নির্বাহী সদস্য পদে ওবায়দুল আলম সম্রাট, অজয় দাস, দিলিপ দাস,মিজানুর রহমান মুন্সী, মিয়া মোহাম্মাদ আলমগীর নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচিত প্রতিনিধিরা আগামীতে ক্লাবের উন্নয়নে তাদের কার্যক্রম পরিচালনা করবেন বলে এক প্রতিক্রিয়ায় জানান ।