হোম জাতীয় ফরিদপুরে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

জাতীয় ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে থানা অফিসার ইনচার্জের রুমে সংবাদ সম্মেলন করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন ধরে পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পক্ষ-বিপক্ষ সংঘর্ষে লিপ্ত হতো। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে থানা পুলিশের উদ্যোগে ‘আর সংঘর্ষ করব না’ স্লোগান নিয়ে এলাকাবাসী বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দিয়েছিল। এরপর বেশ কিছুদিন সংঘর্ষ থেকে এড়িয়ে ছিলেন এলাকাবাসী। সম্প্রতি আবার সেই সংঘর্ষ শুরু করেছেন। তাই পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ঢাল, সড়কি, বল্লম, রামদা, টেটা, ঝুপি ইত্যাদি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে এই সমস্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন