হোম জাতীয় ফরিদপুরে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা

জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের বিভিন্ন নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জুলাই) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ শহরের ঝিলটুলি এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনাযুক্ত পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি থাকায় দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বদরুজ্জামান রিশাদ জানান, দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ক্ষতিকর এ মশার বিস্তার ঠেকাতে ও পরিচ্ছন্ন রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন