জাতীয় ডেস্ক :
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অফিসার পরিচয় দেয়া এক প্রতারককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ জানুয়ারি) ফরিদপুর জেলার সরকারি রাজেন্দ্র কলেজে এলএলবি পরীক্ষা চলাকালীন নীহার রঞ্জন রায় (৩৩) নামে একজন নিজেকে নিলয় সরকার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের জুনিয়র অফিসার (এক্সাম সেকশন) হিসেবে পরিচয় দিয়ে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করতে পরীক্ষার হলে প্রবেশ করেন। তার কার্যক্রম এবং আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা উদঘাটন করেন।
নীহার রঞ্জন রায় তার ভুয়া পরিচয়ের বিষয়টি মোবাইল কোর্টের সামনে স্বীকার করেন এবং সে আগেও এ ধরনের কাজ করেছে বলে স্বীকারোক্তি দেন। পরে সহকারী কমিশনার এ এস এম শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নীহার রঞ্জন রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নীহার রঞ্জন রায় কুড়িগ্রাম সদর উপজেলার গয়ারী গ্রামের মৃত স্বপন চন্দ্র রায়ের ছেলে।
এ এস এম শাহাদাত হোসেন বলেন, ‘জুনিয়র অফিসার পরিচয় দেয়া ব্যক্তি তার দোষ স্বীকার করেছেন। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’