হোম অন্যান্যসারাদেশ ফরিদপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর জেলায় ২০২৩ সালে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেল তিনটায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে শহরের শেখ জামাল স্টেডিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, ও কনসার্ট অনুষ্ঠিত হয়।ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশিষ্ট উদ্যোক্তা আরমান সাদিক, জিপিএ-৫ প্রাপ্ত ‌ শিক্ষার্থী ‌ ফাহমিদা জাহান তিথি ,ও সাদিয়া সুলতানা ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কনসার্টে সংগীত পরিবেশনা করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর কুমার । এবং চ্যানেল আই সেরা কন্ঠের তারকা আসিফা ইসলাম দোলা।

অনুষ্ঠানের এ পর্বে ‌ তরুণ উদ্যোক্তা আরমান সাদিক শিক্ষার্থীদের বিভিন্ন ‌ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ‌। অনুষ্ঠানে ফরিদপুর জেলায় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় ২০২৩ ইং ১০২৬ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ‌ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন