ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ঘূর্ণিঝড়ে বসতবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি সংগঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জনজীবনের বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
এ ঘটনায় বল্লভদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু শুকনো খাবার দেওয়া হয়। আজ শুক্রবার সকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।