ফরিদপুর প্রতিনিধি:
ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে ও সংগঠনের সভাপতি অরূপ কুমার সাহার সভাপতিত্বে আজ বুধবার বিকেল চারটায় উপজেলার কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর পূজা মন্ডপ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ সালথা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান বালি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস, সাংগনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র শীল, কেন্দ্রীয় দুর্গা মন্ডপের সভাপতি বিপুল বিশ্বাসসহ বিভিন্ন পেশার মানুষ।