ফরিদপুর প্রতিনিধি:
সদরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান করলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুরের জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান তিতাসের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধী, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু জাফর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার সম্প্রসারণ এবং মানোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নীতি ও পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সরকারের সফলতার কথা উল্লেখ করে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে ২০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।