ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের তালমার মোড় নামক স্থানে আজ সকালে নয়টায় ফরিদপুর গামী একটি ট্রাক পিছন থেকে অটোভ্যানে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা ঝর্ণা বেগম (৪৫), স্বামী-মৃত. কালাম সরদার, সাং-কৃষ্ণনগর, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ভ্যানে থাকা অপর এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে লাশ ও ট্রাক নগরকান্দা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।